ভরা মৌসুমেও ইলিশ সংকট

ঢাকা টাইমস শরীয়তপুর প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫২

সাগরের নিষেধাঞ্জা শেষে হয়ে গেলেও পদ্মা নদীতে ইলিশ ধরা না পড়ায় শরীয়তপুরের জেলে পরিবার অভাব-অনটন আর চরম হতাশার মধ্যে দিন পার করছেন। হাহাকার চলছে জেলার চারটি উপজেলার-জাজিরা, নড়িয়া, ভেদেরগঞ্জ, গোসাইর-হাট পদ্মার পাড়ের জেলে পল্লীতে।

পদ্মা, মেঘনা, যমুনা ও শীতলক্ষা নদীর ইলিশকে ঘিরেই এখানকার জেলেদের জীবন ও জীবিকার চাকা ঘুরছে। ইলিশের ভরা মুসৌম চললে ও দেখা নেই রুপালি ইলিশের। ইলিশের ভরা মৌসুম হলে পদ্মা নদীতে আশানুরুপ ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। মাঝে মধ্যে বৈরী আবহাওয়া থাকায় ঠিকমত মাছ ধরতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও