আগের বছর বাবা ছিল, এখন আর নেই... ইরফানের জন্য মন কেমন ছেলে বাবিলের

আনন্দবাজার (ভারত) বলিউড, মুম্বাই প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭

চলে গিয়েও কি আসলে চলে যাওয়া যায়?

তিনি নেই। দেখতে দেখতে ছ’টা মাস কেটে গিয়েছে। ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে ইরফান আজ বলিউডের ‘লাইট-সাউন্ড-অ্যাকশন’ থেকে অনেক দূরে। রেখে গিয়েছেন এক রাশ স্মৃতি। তাঁর গন্ধ মাখানো মুহূর্তকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার রসদ পাচ্ছেন অভিনেতার মনের মানুষেরা। চলে গিয়েও কি আসলে চলে যাওয়া যায়?

ইরফানের ছেলে বাবিল হঠাৎই নস্টালজিক। লন্ডন যাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে ইরফানের ছবি শেয়ার করে লিখলেন, “এর আগের বছর যখন লন্ডন যাচ্ছিলাম, বাবা সেখানেই ছিল। কিন্তু এ বছর সব কিছু কেমন অদ্ভুত। আমি গেলেও বাবা আর সেখানে থাকবে না।” ইরফানের চলে যাওয়ায় বাবিল যেন শুধু বাবাকেই নয়, বন্ধুকেও হারিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট, গোলাপি হাফ জ্যাকেটে ইরফান। আর মুখে লেগে রয়েছে সেই মন ভোলানো সরল হাসি। ‘আংরেজি মিডিয়াম’-এর শুটের সময় এই ছবি তোলা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও