![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F06cd2a12-6ffe-4b43-ac4f-8d5eaff31093%252F_101962949_gettyimages_512468784.png%3Frect%3D0%252C113%252C1518%252C797%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
তিস্তার পানিবণ্টন চুক্তি দ্রুত স্বাক্ষরিত হওয়া উচিত
প্রথম আলো
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:১২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবার আগে প্রতিবেশী’ভিত্তিক পররাষ্ট্রনীতি বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে ভারত নানা কারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের অভিন্ন ভৌগোলিক অবস্থান ও নিবিড় সম্পর্কযুক্ত সভ্যতাভিত্তিক ঐতিহ্য উভয় দেশের মূল্যবোধেরও মেলবন্ধন ঘটিয়েছে। এমনকি ১৯৪৭ সালে দেশভাগের পর পশ্চিম পাকিস্তানের সঙ্গে ভারতের বন্ধন ছিন্ন হলেও পূর্ব পাকিস্তানের সঙ্গে সেই ঐতিহ্যগত বন্ধন অটুট ছিল।