কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি ময়মনসিংহের বিদ্যুৎ সরবরাহ

বাংলা ট্রিবিউন ময়মনসিংহ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৭

বিদ্যুৎ বিভ্রাটের ২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও ময়মনসিংহ জেলায় সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত সময় লাগতে পারে, এমনটাই জানিয়েছেন ময়মনসিংহের পিজিসিবির বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সরবরাহ স্বাভাবিক না হওয়ার বিষয়ে ময়মনসিংহের কেওয়াটখালি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবির নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, বৃহস্পতিবার সকালে টি-ওয়ান পাওয়ার ট্রান্সফরমারের সিটি, সার্কিট ব্রেকার এবং ক্যাবল পুড়ে যায়। ইতোমধ্যে বিদ্যুৎ কর্মীরা তা পুনঃস্থাপন করেছে।


বাদবাকি কাজ করে যাচ্ছে বিশেষজ্ঞ টিম। তবে পুরোপুরি কাজ শেষ করতে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময় লাগতে পারে ধারণা করা হচ্ছে। কাজ শেষ হলে পরীক্ষা-নিরীক্ষার পর ট্রান্সফরমার চালুর মাধ্যমে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও