ক্যুরিয়ারের মাধ্যমে হংকং-এ ২৫ লক্ষ টাকার চরস পাচার করতে গিয়ে ধৃত ৩
হংকং-এ মাদক পাচারের আগেই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জালে ধরা পড়ল তিন পাচারকারী। ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রায় ১১ কেজি চরস পাচারের পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, তদন্তে নামে এনসিবি-র অফিসারেরা। দমদম এলাকা থেকে গ্রেফতার করা হয় চক্রের মাথা রাজেন মিশ্রকে। তাকে জেরা করে পাকড়াও করা হয়ে অসীম রায় এবং বিশ্বনাথ দাসকে।
এনসিবি সূত্রে খবর, গত বুধবার ১১ কেজি চরস আটক করা হয়। কুরিয়ার বক্স খুলতে দেখা যায়, তাতে চরস রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার দমদম এবং দুর্গানগর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতারের সময়েও চরস, সিরাপ এবং ওষুধ উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ওযুদের বৈধ নথিপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আটক
- মাদক পাচার
- কুরিয়ার সার্ভিস