গিলক্রিস্টের চোখে অস্ট্রেলিয়ার সমাধান ‘ফিলিপি’
দুজনই কিপার-ব্যাটসম্যান, ঘরানাও একই। অ্যাডাম গিলক্রিস্টের কাছে আগ্রাসনই ছিল শেষ কথা। জশ ফিলিপি একই পথের পথিক। সম্ভাবনাময় এই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে গিলক্রিস্টের আশা অনেক বড়। তার মতে, সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিং সমস্যার সমাধান হতে পারেন ফিলিপি।
২০১৭ বিগ ব্যাশ দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের শীর্ষ পর্যায়ে পা রাখেন ফিলিপি। তবে সাড়া জাগান মূলত গত বিগ ব্যাশের পারফরম্যান্সে। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৪৮৭ রান করেছিলেন তিনি প্রায় ১৩০ স্ট্রাইক রেটে। সিডনি সিক্সার্সের শিরোপা জয়ে তিনিই ছিলেন ফাইনালের ম্যান অব দা ম্যাচ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
কালের কণ্ঠ
| সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩ বছর আগে
কালের কণ্ঠ
| সিডনি
৩ বছর আগে
৩ বছর, ১ মাস আগে