যে কারণে দল বাঁধে পঙ্গপাল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২২
করোনায় গোটা বিশ্ব যখন আক্রান্ত, তখনই পঙ্গপালের দল ঢুকে পড়ে ভারতের পশ্চিম প্রান্ত থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত। ফলে জরুরি সতর্কতা জারি করা হয় পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। সে বিপদ আপাতত কমানো গেলেও অদূর ভবিষ্যতে আবারও ধেয়ে আসতে পারে পঙ্গপাল বলে ধারণা সংশ্লিষ্টদের।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে সমুদ্রের পানি ক্রমশ উষ্ণ হচ্ছে এবং তাতে বাড়ছে সাইক্লোন বা অতিবৃষ্টির মতো দুর্যোগ। অসময়ের অতিবৃষ্টি পঙ্গপালের বংশবৃদ্ধি আচমকাই বাড়িয়ে দিচ্ছে, যা ছারখার করছে আশপাশের খেতের ফসল। কাজেই ভবিষ্যতেও জলবায়ু পরিবর্তনের জন্য বৃষ্টিপাতের সঙ্গে বাড়বে পঙ্গপালের আক্রমণও।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পঙ্গপাল
- দল বাঁধা