আ. লীগের সাবেক এমপি শামছুল হকের বিরুদ্ধে দুদকের দুই মামলা

বিডি নিউজ ২৪ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫১

জালিয়াতির মাধ্যমে চাঁদপুরের একটি কলেজে শিক্ষক নিয়োগের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শামছুল হক ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন বলে সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি শামছুল হক ছাড়া বাকি আসামিরা হলেন- চাঁদপুরের ফরিগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ খান, এই কলেজের প্রভাষক পদে নিয়োগ পাওয়া মো. বেলায়েত হোসেন খান ও কানিজ ফাতেমা।

এক মামলায় কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ খান, সাবেক সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়া এবং প্রভাষক (নন-এমপিও) মো. বেলায়েত হোসেন খানকে আসামি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও