ভারতীয় বায়ুসেনায় রাফাল জেট, জোড়া টুইটে ধোনির উচ্ছ্বাস

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫

ভারতীয় বায়ুসেনায় নতুন সংযুক্তি রাফাল জেট। আর এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের দুইবার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জোড়া টুইটে জানালেন, ভারতীয় বায়ুসেনার সুদক্ষ হাতে রাফালের বিধ্বংসী ক্ষমতা আরো পরিস্ফুট হবে।
প্যারাসুট রেজিমেন্টের টেরিটোরিয়াল আর্মি বিভাগের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। সেনা বাহিনীর প্রতি ধোনির আলাদা আবেগের কথা নতুন নয়।

বিশ্বকাপের গ্লাভসে বলিদান প্রতীক লাগিয়ে খেলতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

এদিন আম্বালা এয়ারবেসে ১৭ স্কোয়াড্রনে রাফাল জেটের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি ঘটতেই জোড়া টুইতে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ভারতীয় এ অধিনায়ক।

প্রথম টুইটে তিনি লেখেন, ‘চূড়ান্ত অন্তর্ভুক্তি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সেরা মানের ৪.৫ জেনারেশন ফাইটার প্লেন বিশ্বের সেরা পাইলটদের পেল। আমাদের পাইলটদের হাতে এবং ভারতীয় বায়ুসেনার বিভিন্ন বিমানের মিশেলে শক্তিশালী পাখির মারণ ক্ষমতা আরো বাড়বে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও