সিফিলিসের বিস্তারের জন্য কলম্বাস দায়ী নন : গবেষণা
ইউরোপে এক সময় সিফিলিস রোগের মারাত্মক প্রাদুর্ভাব ঘটেছিল। আর নতুন বিশ্ব থেকে অভিযাত্রী কলম্বাসের মাধ্যমেই এটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয়। তবে নতুন এক গবেষণায় বলা হয়েছে, রোগটি ইউরোপে ছড়িয়ে পড়ার জন্য কলম্বাস ও তার সঙ্গীরা দায়ী নাও হতে পারেন।
সম্প্রতি গবেষকরা ফিনল্যান্ড, এস্তোনিয়া, নেদারল্যান্ডস প্রভৃতি অঞ্চলের কলম্বাসপূর্ববর্তী যুগের মানব ফসিলের ওপর সিফিলিসের জন্য দায়ী একধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব পেয়েছেন। শরীর বিদ্যাবিষয়ক সাময়িকী কারেন্ট বায়োলজিতে এ নিয়ে গবেষণামূলক নিবন্ধ প্রকাশ পেয়েছে।
গবেষণাপত্রের রচয়িতা সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখের প্রফেসর ভেরেনা শিনুমেন বলেন, এখন আমরা এটা বিশ্বাস করতে পারি, ইউরোপে সিফিলিস মহগামারি আকারে ছড়িয়ে পড়ার জন্য কলম্বাসের আমেরিকা অভিযানই দায়ী নয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গবেষণা
- সিফিলিস
- ফসিল
- কলম্বাস