শিবসেনার তোপের মুখে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত - BBC News বাংলা
আবারও ভারতে সংবাদ শিরোনামে বলিউড। কয়েক সপ্তাহ ধরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু - তার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক যোগের সরগরম থাকার পরে বুধবার সকাল থেকে ভারতের টিভি চ্যানেলগুলোতে শুরু হয়েছে আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মাতামাতি।
কঙ্গনা রানাওয়াত আর মহারাষ্ট্রে ক্ষমতাসীন শিবসেনার মধ্যে টুইট যুদ্ধটা অবশ্য কদিন ধরেই চলছিল, যা বুধবার পৌঁছায় চরমে - যখন মিজ রানাওয়াত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 'তুই তোকারি' করে একটি ভিডিও টুইট করেন।
হিন্দি চলচ্চিত্রের এই অভিনেত্রীকে কেন্দ্র করে সেই বলিউডি স্ক্রিপ্টে কী নেই -- পাকিস্তান, গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া, কাশ্মীর, অযোধ্যা, রামমন্দির, বাবর, মুম্বাই কর্পোরেশন, রাজনীতি - সবই হাজির।
ক্লাইম্যাক্সটা শুরু হয় বুধবার সকালে, যখন বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বাই কর্পোরেশনের কর্মীরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বাড়ি ও লাগোয়া অফিস ভাঙ্গতে শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.