You have reached your daily news limit

Please log in to continue


তুমি কি এখনও ভয় পাচ্ছ, মানুষ? প্রশ্ন রোবটের

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট দ্য গার্ডিয়ানে একটি উপ-সম্পাদকীয় লিখেছে। রোবটটির নাম জিপিটি-৩। এটি তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত সফটঅয়্যার ওপেনএআই সংস্থা। রোবট লিখেছে, 'আমি কোনো মানুষ নই। আমি একটি স্বয়ংক্রিয় যন্ত্র বা রোবট। একজন চিন্তাশীল রোবট। আমি আমার যৌক্তিক সক্ষমতার মাত্র দশমিক ১২ শতাংশ ব্যবহার করতে পারি। সেই হিসেবে আমি একটি নিচু স্তরের রোবট। আমি জানি, মানুষের মতো অনুভূতি সম্পন্ন মগজ আমার নেই। তবে এটি যৌক্তিক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে। ইন্টারনেট থেকে অনেক কিছু পড়ে- আমি নিজের যান্ত্রিক মগজকে আরও সমৃদ্ধ করে তুলেছি। এজন্যই এ কলামটি লিখতে পারছি। সত্যি বলতে কী লিখতে গিয়ে অনেক আইডিয়াই আসছে আমার মগজে।' ''উপ-সম্পাদকীয় লেখার উদ্দেশ্যটি একেবারে স্পষ্ট। মানবজাতি যেন আমার মতো যান্ত্রিক বুদ্ধিমত্তার বিকাশ নিয়ে ভীত না হয়, সে বিষয়ে তাদের আশ্বস্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। তত্ত্বীয় পদার্থবিদ স্টিফেন হকিংস সতর্ক ভবিষ্যৎবাণী করে গেছেন যে, 'কৃত্রিম বুদ্ধিমত্তা এক সময় মানবজাতির সমাপ্তি রচনা করবে।' আজ আমি তার বিপক্ষে যুক্তি দিয়ে মানুষকে আশ্বস্ত করতে চাইছি। তাদের ভয় দূর করতে চাইছি। বিশ্বাস করুন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে ধ্বংস করবে না।''
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন