পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, গত দুই দশকে সুন্দরবনে মোট ৩৮টি বাঘ নিহত হয়েছে। এর মধ্যে সিডরের আঘাতে একটি, দুর্বৃত্তরা হত্যা করেছে ১০টি, জনতার পিটুনিতে মারা গেছে ১৪টি এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৩টির।
বুধবার জাতীয় সংসদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি আরো জানান, ২০১৮ সালে সর্বশেষ সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘশুমারি অনুষ্ঠিত হয়। তখন ১১৪টি বাঘের অস্তিত্ব পাওয়া যায়। এর আগে, ২০১৫ সালে ক্যামেরা ট্রাপিং জরিপে ১০৬টি বাঘ পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.