দেশের প্রবৃদ্ধি বাড়াতে গৃহস্থালির শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে

সমকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৭

নারীর অমূল্যায়িত গৃহস্থালির সেবামূলক শ্রমের আর্থিক মূল্য নির্ধারণ ও জিডিপিতে নারীর শ্রমকে অন্তর্ভুক্ত করা গেলে দেশের প্রবৃদ্ধি অনেক বেড়ে যাবে। এছাড়া গৃহস্থালির সেবামূলক কাজ পরিবার, সমাজ ও সরকারের মাধ্যমে পুনর্বণ্টন করে নারীর ওপর চাপ কমানো এবং এ কাজে তাদের সময় কমিয়ে আনতে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

তবে বিষয়গুলো নিয়ে সমাজের মানুষের মধ্যে বিদ্যমান চিন্তাধারায় পরিবর্তন না এনে আইন ও নীতি প্রণয়ন করা হলে তা বিরোধিতার মুখে পড়তে পারে। তাই বিষয়টি সম্পর্কে জনমত গড়তে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমকেও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে ধর্মীয় উপাসনালয়ও সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও