You have reached your daily news limit

Please log in to continue


উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা: ব্যবস্থা নিতে মার্কিন দপ্তরে চিঠি

নিউ ইয়র্কে প্রবেশের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার চেষ্টার ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জেনারেল বলেছে, রোববারের ঘটনায় ‘দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে’ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে কনস্যুলেট জেনারেল ইতোমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে ‘চিঠি’ পাঠিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে একটি মতবিনিময় সভা হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সেখানে প্রধান অতিথি ছিলেন।

এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অনুরোধে অনুষ্ঠানের আগেই সেখানে ‘পর্যাপ্ত সংখ্যক’ পুলিশ সদস্য মোতায়েন করে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকাল ৫টা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থান নেয়। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং অশ্লীল-অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন