বালিশ কাণ্ড : ঠিকাদার শাহাদাতের জামিন বাতিল চায় দুদক

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৬

‘বালিশ কাণ্ড’ হিসেবে বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মামলায় ঠিকাদার শাহাদত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে আজ বুধবার জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে আবাসন প্রকল্পে অস্বাভাবিক দামে বালিশসহ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে গতবছর ১২ ডিসেম্বর পাবনায় একাধিক মামলা করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। এরমধ্যে একটি মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী শাহাদাত হোসেনকে আসামি করা হয়। এ মামলায় পাবনার একটি আদালত গত ২৭ আগস্ট শাহাদাত হোসেনকে জামিমন দেয়। এই জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে আবেদন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও