![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Sep/09/1599638586133.jpg&width=600&height=315&top=271)
করোনার প্রবেশদ্বার চোখে লেন্স ব্যবহারে বাড়তি সতর্কতা
বার্তা২৪
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৩
করোনাভাইরাস আতঙ্ক যে কয়েকটি ক্ষেত্রে বেশি ভয় ধরিয়েছে মানুষের মনে, তার মধ্যে অন্যতম হল চিকিৎসাক্ষেত্র। বিশেষত চোখ বা দাঁতের চিকিৎসা। আপনার হাই-পাওয়ার রয়েছে? কোনও কারণে চশমা ভেঙে গিয়েছে বা পাওয়ার ওঠা-নামা করছে কিংবা চোখের সংক্রমণে ভুগছেন?
তবুও চোখের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। একইভাবে যারা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে লেন্স পাল্টানো, নতুন লেন্স নেওয়া, সলিউশন চেঞ্জ করা কিংবা লেন্স থেকে সংক্রমণের আশঙ্কা- সবক’টি ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন জরুরি।