সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ৭ কিলোমিটার যানজট

সমকাল সোনারগাঁও প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এশিয়ান সড়কের নয়াপুর এলাকায় ভোরে একটি সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আড়াআড়িভাবে পড়ে থাকার কারণে যানজটের সৃষ্টি হয়।নয়াপুর বাজারের মধ্যভাগে আরো একটি ট্রাক ও কনফিডেন্ট কোম্পানির সামনের একটি কাভার্টভ্যান বিকল হওয়ার এ যানজট দীর্ঘ হতে থাকে। যানজট জামপুর ইউনিয়নের কোবাগা ও বন্দর উপজেলার মদনপুর পর্যন্ত এ যানজট গিয়ে পৌঁছে।


ফলে অনেক যাত্রীদের পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে। যানজটের কারণের এশিয়ান হাইওয়ে সড়ক ছাড়াও শাখা রাস্তাগুলোতে এর প্রভাবে গিয়ে পড়েছে। যানজটের ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টা থেকে শুরু করে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত যানজট চরম আকারে ছিল। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশ, তালতলা ফাঁড়ি পুলিশ কাজ করে যাচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও