নেপাল, পাকিস্তানের পর এবার চীন তাদের মানচিত্র পরিবর্তন করতেম যাচ্ছে। আর স্বাভাবিক এই মানচিত্রে ভারতের দখলে থাকা অরুণাচলকে অন্তভূক্ত করবে তারা। তিনি দিন আগে চীনের বিরুদ্ধে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ তুলেছে ভারত। তাদের দাবি, অরুণাচল প্রদেশের পাঁচ বাসিন্দাকে ধরে নিয়ে গেছে চীনা সেনাবাহিনী। ভারতীয়দের এই অভিযোগ আমলে না নিয়ে উল্টো চীনা সরকার বললো, অরুণাচল প্রদেশের অস্তিত্বকে কখনও স্বীকৃতিই দেয়নি তারা। বরং ওই এলাকাটিকে তারা নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত ‘দক্ষিণ তিব্বত’ বলেই মেনে এসেছে। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার।
চীনা বাহিনীর হাতে সম্প্রতি অরুণাচলের যুবকের অপহৃত হওয়ার খবরে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে যোগাযোগও করা হয়েছে ভারতের তরফে। এটা নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) বেইজিংয়ে প্রশ্নের সম্মুখীন হন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। ভারতের কাছ থেকে কোনও বার্তা পাওয়ার খবর জানেন না বলেছেন তিনি, ‘ওই এলাকায় (অরুণাচল) পাঁচ ভারতীয় নিখোঁজ হওয়া নিয়ে চীনা বাহিনীর কাছে কী বার্তা এসেছে, সে ব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য নেই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.