ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ
নওগাঁর বদলগাছীতে ইউপির চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তি গতকাল সোমবার থানায় ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ থেকে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ও তাঁর শ্যালকের বাড়ি পাশাপাশি। গত বুধবার তিনি তাঁর শ্যালকের বাড়িতে যান। সে সময় তাঁর শ্যালক বাড়িতে ছিলেন না।
কিছুক্ষণ পর শ্যালক বাড়িতে এসে তাঁর স্ত্রীর সঙ্গে ভগ্নিপতিকে কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানকে খবর দেন। বিলাসবাড়ি ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান ওরফে কেটু সেখানে চৌকিদার নিয়ে হাজির হন। শ্যালকের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে, এমন অভিযোগ তুলে চেয়ারম্যান বৃদ্ধকে আটকে রেখে দুই লাখ টাকা দাবি করেন।