১২০ বছরেও খালি চোখে কোরআন পড়েন জোবেদ আলী
৬০ বছর পেরিয়ে গেলে মৃত্যুর প্রহর গোনা শুরু হয়। নানা রোগে ভুগে অতিষ্ঠ হয় জীবন। অনেকে হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলেন। এ বয়সে পত্রিকা পড়া তো দূরের কথা, অনেকে চোখে চশমা পরেও চলাচল করতে পারেন না। কিন্তু ৬০-এর দ্বিগুণ বয়স অর্থ্যাৎ প্রায় ১২০ বছর বয়সে প্রতিদিন ফজরের নামাজ শেষে খালি চোখে কোরআন পড়তে পারেন কুড়িগ্রামের জোবেদ আলী।
জোবেদ আলী এই বয়সে নিয়মিত নামাজ পড়েন। তার চলাচলে রয়েছে বেশ তেজ। তাই শতবর্ষী মানুষটি কুড়িগ্রামের আলোচিত ব্যক্তি হিসেবে পরিচিতি পান।