কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেকলে বাঁধা জালালের এক যুগ, নেই চিকিৎসা

বিডি নিউজ ২৪ মোমারিজপুর, মাতুভূঁইয়া প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৯

দুই পায়ে ঝালাই করে এঁটে দেওয়া লোহার চাকতি আর হাতে তালা দেওয়া শেকল নিয়ে এক যুগ কাটিয়ে দিয়েছেন ফেনীর মো. শাহ জালাল। পরিবার বলছে, ‘মানসিক ভারসাম্যহী ‘ জালালকে নিয়ন্ত্রণ করতে না পারায় শেকল ছাড়া ‘উপায় ছিল না’ তাদের। অর্থভাবে তার চিকিৎসাও তারা করাতে পারেননি। জালাল ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের উজির আলী ব্যপারিবাড়ির আবদুল হকের ছেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও