তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা

বাংলা ট্রিবিউন ফতুল্লা প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬

নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্তে কোনও সংস্থা বা কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানায় পুলিশের এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। মামলায় বিদ্যুৎ, গ্যাস সংযোগ, বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণে মসজিদ কমিটির অবহেলা, বৈধ কিংবা অবৈধ গ্যাস লাইনের সংযোগ মসজিদের নিচ দিয়ে নেওয়া বা রক্ষণাবেক্ষণ তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা, বিদ্যুৎ কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ অবহেলা মসজিদ নির্মাণের ত্রুটি-বিচ্যুতিসহ মোট সাতটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে এসব অভিযোগের প্রমাণ কারও বিরুদ্ধে বা কোনও সংস্থার বিরুদ্ধে পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও