স্মৃতিটুকু ধরে রাখতে শেষ সাক্ষাতের সেই স্কার্ট এখনো পানি লাগাননি সামিরা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৫
বাংলা চলচ্চিত্রে আজ থেকে ২৭ বছর আগে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে অভিষেক হয় ক্ষণজন্মা নায়ক সালমান শাহ‘র। এরপরে শুধুই সামনে এগিয়ে যাওয়া এই নায়কের। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন ছন্দপতন হয়ে যায় তার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। কিন্তু রূপালি জগতে আসার আগেই সালমান শাহ আর সামিরার প্রেম ছিল।
বাস্তব জীবনেও পর্দার মতোই রোমান্টিক ছিলেন সালমান শাহ। সেই কথাই তুলে ধরেছিলেন অভিনেতার স্ত্রী সামিরা। তিনি বলেন, ১৯৯০ সালের ১২ জুলাই চট্টগ্রাম ক্লাবে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। ফ্যাশন শোয়ের সদস্য ছিল আমার বাবা।