![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/06/a5a7af8162cd19235a5b048a59cb8f96-5f549a8bb8759.jpg?jadewits_media_id=687124)
জাতীয় প্রেসক্লাবের সামনে একাই একশ সালমান ভক্ত!
আজ (৬ সেপ্টেম্বর) থেকে ২৪ বছর আগে এমনই এক বিষণ্ণ সকালে ভক্তরা জেনেছিল, তাদের স্বপ্নের নায়ক আর নেই। চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহ মারা গেছেন। সেই দিনের সেই ব্যথা অনেকে হয়তো মুছে ফেলেছেন, ব্যতিক্রম শুধু এক যুবক। নাম মাসুদ রানা নকীব। সালমান শাহ’র অন্ধভক্ত।
২৪ বছর ধরেই যিনি বাস্তবে ও সোশ্যাল মিডিয়ায় লড়াই করে চলেছেন- প্রিয় নায়কের অকাল প্রস্থানের সত্যি গল্পটা উদ্ধারের।রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সেই দাবি রেখে একাই দাঁড়িয়েছেন চাঁদপুরের ছেলে নকীব।