
অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করলেন শুভশ্রী
শরীর জুড়ে আসন্ন মাতৃত্বের ছাপ স্পষ্ট। এই অবস্থাতেই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলোর মুখোমুখি কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! তবে তিনি একা নন। সঙ্গে তার কর্তা পরিচালক রাজ চক্রবর্তীও ছিলেন। সেখানে ওয়ান শোল্ডার ড্রেসে নায়িকার গ্ল্যামার রোখা দায়। সঙ্গে রাজ ছিলেন মানানসই সাদা কুর্তা, নীল জিন্স ও সাদা চশমায়।
একটি রঙের সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে স্ক্রিন শেয়ারের করেছেন রাজ-শুভশ্রী। এ কথা চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। ইদানিং, বলিউডে অন্তঃসত্ত্বা নায়িকারা শুটিং করলেও পশ্চিমবাংলায় সম্ভবত এই প্রথম।