মেয়র আতিকুলের অভিযানকে বৃদ্ধাঙ্গুলি, ফের অবৈধ বিলবোর্ড স্থাপন
অবৈধ বিলবোর্ড ব্যানারের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গত ১ সেপ্টেম্বর থেকে এসব অবৈধ বিলবোর্ড অপসারণ ও রাজস্ব আহরণ বৃদ্ধিতে বিশেষ চিরুনি অভিযান শুরু হয়। এই অভিযানের প্রধান উদ্দেশ্য হলো করের আওতা বৃদ্ধি।
অর্থাৎ ডিএনসিসি এলাকায় যেসব মার্কেট, দোকান, স্থাপনা, বাসাবাড়িতে বিলবোর্ড স্থাপন করে যারা হোল্ডিং ট্যাক্স বা কর দেয় না তাদের কর ও হোল্ডিং ট্যাক্সের আওতায় আনা। গত ১ সেপ্টেম্বর এ অভিযানের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এরপর তার নেতৃত্বে ডিএনসিসির অঞ্চল-৫ এর ৩৩ নং ওয়ার্ডের বছিলা এলাকায় অভিযানে যায় একটি টিম। সেখানে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ। অভিযানে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর ও বিস্কুট ফ্যাক্টরি এবং অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.