সরকারের রাজস্ব খাতে নিয়োগ থেকে বাদ পড়া শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা রাজস্বখাতে নিয়োগবঞ্চিত হয়ে আমরণ অনশনে নেমেছেন। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গনে গত ১ সেপ্টেম্বর থেকে অনশন করছেন তারা।
এর আগে গত ৩১ আগস্ট দাবি আদায়ে আমরণ অনশনে যাওয়ার কথা ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আমরণ অনশনকারী মেডিকেল টেকনোলজিস্টরা জানান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ১৩ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টকে এ প্রতিষ্ঠানে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার সঙ্গে সংযুক্ত করেন। এ ছাড়া ডেঙ্গু শনাক্তকরণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকলেও এখানে কোনো রাজস্বখাতভুক্ত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.