কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমরণ অনশনে নিয়োগবঞ্চিত করোনার স্বেচ্ছাসেবক টেকনোলজিস্টরা

বাংলাদেশ প্রতিদিন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২১

সরকারের রাজস্ব খাতে নিয়োগ থেকে বাদ পড়া শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা রাজস্বখাতে নিয়োগবঞ্চিত হয়ে আমরণ অনশনে নেমেছেন। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গনে গত ১ সেপ্টেম্বর থেকে অনশন করছেন তারা।

এর আগে গত ৩১ আগস্ট দাবি আদায়ে আমরণ অনশনে যাওয়ার কথা ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আমরণ অনশনকারী মেডিকেল টেকনোলজিস্টরা জানান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ১৩ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টকে এ প্রতিষ্ঠানে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার সঙ্গে সংযুক্ত করেন। এ ছাড়া ডেঙ্গু শনাক্তকরণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকলেও এখানে কোনো রাজস্বখাতভুক্ত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও