![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F03%2F2-justice-1.jpg%3Fitok%3Dsk3PZE6o)
দুই বিচারপতির শপথ বিকেল সাড়ে ৪টায়
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন দুই বিচারপতি তারিক উল হাকিম ও ওবায়দুল হাসানের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভার্চুয়ালি যোগ দেবেন।