![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/800/cpsprodpb/13FCE/production/_114207818_2dac9df1-e17b-4e7b-94ed-2ae6ece4d73c.jpg)
ঢাকা শহরে বেওয়ারিশ কুকুরের কি ব্যবস্থাপনা দরকার?
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, ঢাকা শহরের আনুমানিক ৬০ হাজারের মতো বেওয়ারিশ কুকুর থাকতে পারে। তবে এর কোন সঠিক পরিসংখ্যান নেই।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তহবিলের অভাবে গত কয়েক বছর ধরে বন্ধ্যাত্বকরণ কর্মসূচী বন্ধ রয়েছে। যার কারণে ঢাকা শহরের কুকুরের পরিমাণ বেড়ে গেছে।