![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/118484500-2691208847817400-2250730165442796606-n-233242.jpg)
‘করোনা ওষুধ’ তৈরিতে ব্যস্ত ছিলেন তারা!
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুমোদনহীন একটি কারখানায় করোনা রোগের ভেজাল ওষুধ তৈরির অপরাধে তিনজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- নিজাম উদ্দিন (৩৯), খাদেম হোসেন (৩০) ও আমিনুল ইসলাম (১৮)।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।