![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F30%2Fhigh-court.jpg%3Fitok%3DRgkcuEnZ)
বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্সের তথ্য চেয়েছেন হাইকোর্ট
দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে কতগুলোর লাইসেন্স আছে এবং কতগুলো হাসপাতালের লাইসেন্স প্রক্রিয়াধীন; তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তা জানাতে বলা হয়েছে। ওই দিন পরবর্তী আদেশ দেবেন আদালত। আজ সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। এর আগে গত ২৬ জুলাই দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের ত