স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে আদালতে নন্দ দুলাল রক্ষিত
.tdi_2_ab9.td-a-rec-img{text-align:left}.tdi_2_ab9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে এবার আদালতে তোলা হয়েছে পুলিশের এএসআই মামলার তিন নাম্বার আসামি নন্দ দুলাল রক্ষিতকে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাকে হাজির করা হয়েছে। আদালতের খাস কামরায় ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুরু হয়েছে।এর আগে গতকাল রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে জবানবন্দি দিতে মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত শুক্রবার তৃতীয় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুরের আজ শেষ দিন।.tdi_3_8ff.td-a-rec-img{text-align:left}.tdi_3_8ff.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এঘটনায় আত্মসমর্পণের পর গত ৬ আগস্ট ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ সাত পুলিশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরো সাত দিনের রিমান্ড চেয়েছিল র্যাব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই চার দিন রিমান্ড শেষ হলে তদন্তের স্বার্থে তৃতীয় দফায় আরো চার দিনের আবেদন করা হলে গত শুক্রবার (২৮ আগস্ট) আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।.tdi_4_c9a.td-a-rec-img{text-align:left}.tdi_4_c9a.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.