![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Fd34068c8-2ddc-4cd8-9451-b103e7ed310a%252Fnarayangonj.png%3Frect%3D0%252C38%252C1200%252C630%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
৩ আসামির জবানবন্দি প্রত্যাহারের আবেদন
নারায়ণগঞ্জে ‘মৃত’ কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় তিন আসামি আগে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে আবেদন জানানো হয়। আদালত তা গ্রহণ করে নথিভুক্ত করার আদেশ দেন।
এ ছাড়া একই আদালত দুই আসামি আবদুল্লাহ ও রকিবের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আর ওই কিশোরীর কথিত স্বামী ইকবালের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।