![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F6ec3c3b5-3d22-4ce5-888f-72e25d36e5fa%252F118176296_2875653312666023_6505030711138234114_n_1.jpg%3Frect%3D86%252C0%252C1714%252C900%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ফ্লাইটে প্রাণচাঞ্চল্য নেই
প্রথম আলো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১০:৫৩
‘আগে পোশাক হিসেবে স্কার্ফ, ওয়েস্ট কোট পরতাম। এখন স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্ক পরি, চোখে চশমা, পিপিই পরতে হয়। মাথাও ঢাকা থাকে। যাত্রীদের হাসিমুখে বরণ করতে পারি না। আবার যাত্রীরা হেসে কিছু বললেও জবাব দিতে পারি না। ফ্লাইটে প্রাণচাঞ্চল্য নেই।’কথাগুলো বললেন, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপক (কেবিন সেফটি) মুক্তা ওয়াহেদ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফ্লাইট
- বিমানবালা
- করোনার প্রভাব
- নভোএয়ার