![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Fed202600-d8ce-42c3-8801-60d81bc24d6f%252F8.jpg%3Frect%3D2%252C0%252C766%252C402%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
হার্ভার্ডে ফ্রি অনলাইন কোর্সের সুযোগ
প্রথম আলো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১০:০০
বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে হার্ভার্ডে লেখাপড়া করার সুযোগ মিলছে প্রায় সবার। আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করলেই পড়তে পারবেন যে কেউ। এ জন্য পকেট থেকে খসবে না এক কানাকড়িও।