You have reached your daily news limit

Please log in to continue


চন্দনাইশে গ্রাম পুলিশকে মারধর ও বসতঘরে হামলার অভিযোগ

.tdi_2_2f5.td-a-rec-img{text-align:left}.tdi_2_2f5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চন্দনাইশের বরকল ইউনিয়নের পশ্চিম কানাইমাদারী এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করার অভিযোগে মো. দিদারুল হক (২৪) নামে এক গ্রাম পুলিশ ও তার পরিবারে দুই দফা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের আগে ও পরে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গ্রাম পুলিশ দিদারুল হক বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত গ্রাম পুলিশ দিদার এলাকার মৃত আমিনুল হক চৌকিদারের ছেলে। থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে বরকল ইউনিয়নের ৩নং ওয়ার্ড কানাইমাদারী এলাকার মো. জাবেদ হোসেন(৩৫)কে পুলিশ মাদক মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এ সম্পর্কিত সংবাদটি গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দৈনিক আজাদীর ২য় পৃষ্ঠায় প্রকাশিত হয়। তাকে গ্রেপ্তারে ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ দিদারুল হক সহায়তা করেন। এদিকে ঐ ঘটনার পরদিন গতকাল শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় গ্রেপ্তারকৃত জাবেদের স্বজনরা দেশীয় অস্ত্রশ্স্ত্র নিয়ে গ্রাম পুলিশ দিদারুল হকের উপর ১ম দফা হামলা চালায়। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দ্বিতীয় দফায় গ্রাম পুলিশ দিদারুল হকের বসতঘরেও হামলা চালানো হয়। হামলাকারীরা তার মা মিনজু আকতার (৪০), তার বোন সিদরাতুল মুনতাহা (১৫) এবং তার ছোট ভাই মনিরুল হক(২০)কে বেধড়ক মারধর করে আহত করে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় এলাকার লোকজন এসে হামলার হাত থেকে তাদের রক্ষা করে। পরে আহতরা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ব্যাপারে গ্রাম পুলিশ দিদারুল হক বাদী হয়ে ঘটনার দিনই পশ্চিম কানাইমাদারী শেখ চান্দেরপাড়া ইদ্রিস মোল্লার বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান হিরু (২৬) ও আবছার উদ্দীন (৩২), আমির হোসেনের ছেলে মো. সজিব (১৮), মো. জকরিয়ার ছেলে রাকিব উদ্দিন (২১), মৃত শহর আলীর ছেলে আলী আজগর (৪৫)সহ ৫ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত গ্রাম পুলিশ দিদারুল হক আজাদীকে বলেন, “মো. জাবেদ হোসেন এলাকার একজন মাদক ব্যবসায়ী। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বিগত ১০ মাস পূর্বে সে জামিন নিয়ে জেল থেকে বের হয় কিন্তু নিয়মিত হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে আবারও ওয়ারেন্ট হয়। তাকে গ্রেপ্তারে আমি পুলিশকে সহায়তা করায় তার চাচা ও চাচাতো ভাইয়েরা আমার উপর হামলা চালায়। তাদের হুমকিতে আমি বিগত ২ দিন ধরে বাড়িতে যেতে পারছি না, পালিয়ে বেড়াচ্ছি।” এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।.tdi_3_254.td-a-rec-img{text-align:left}.tdi_3_254.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন