![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/08/29/image-181022.jpg)
শিপন-সালওয়াকে নিয়ে রানার ‘বীরত্ব’
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১৩:৪৭
চলচ্চিত্রের নতুন জুটি শিপন মিত্র ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী নিশাত নাওয়ার সালওয়াকে নিয়ে বীরত্ব’ নামে একটি ছবি নির্মাণ করতে চলেছেন তরুণ পরিচালক সাইদুল ইসলাম রানা। এর চিত্রনাট্য এবং সংলাপও রানাই লিখেছেন। এই ছবিতে অভিনয়ের জন্য নয়া জুটি শিপন মিত্র ও সালওয়া ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- শিপন মিত্র
- নিশাত সালওয়া