পাহাড়তলীতে পিকআপ ভর্তি চোরাই রেলবিট জব্দ, দুজন আটক

দৈনিক আজাদী পাহাড়তলী থানা প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১০:৫৬

.tdi_2_e54.td-a-rec-img{text-align:left}.tdi_2_e54.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পাহাড়তলীতে পিকআপ ভর্তি চোরাই রেলবিটসহ দুইজনকে আটক করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত ২৭ আগস্ট সন্ধ্যা ৭টায় পাহাড়তলী মাস্টারলেন এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছ থেকে রেলের যন্ত্রাংশ ভর্তি এই পিকআপটি জব্দ করা হয়। আটককৃতরা হল- মো. আজিম (২৫) ও মো. কাওসার মিয়া (৪০)। আটককৃতরা পিকআপ ভর্তি রেলওয়ের মালামালের কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে চট্টগ্রাম রেল স্টেশনের আরএনবি অফিসে আনা হয়। তাদের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ সুরক্ষা আইনে আরএনবি চৌকিতে মামলা রজ্জু করা হয়েছে বলে আরএনবি এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানিয়েছেন। তিনি গতকাল আজাদীকে জানান, আটকদেরকে গতকাল ২৮ আগস্ট আদালতে সোপর্দ করা হয়েছে। পিকআপ ভর্তি জব্দ মালামাল আরএনবি অফিসে রক্ষিত আছে। চলমান করোনা পরিস্থিতিতে পাহাড়তলী এলাকায় দুস্কৃতকারীদের অপচেষ্টা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে চোরচক্র রেলের বিটসহ বিভিন্ন যন্ত্রাংশ পিকআপে ভর্তি করে পাচার করে দিচ্ছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকায় তারা ব্যর্থ হয়।.tdi_3_d65.td-a-rec-img{text-align:left}.tdi_3_d65.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও