ভোররাতে পুলওয়ামা এনকাউন্টারে খতম ৩ জঙ্গি, ২৪ ঘণ্টায় কাশ্মীরের নিকেশ ৭
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জাদুরা এলাকায় প্রবল গুলির লড়াই হয়। সেই সংঘর্ষেই তিন জঙ্গি মারা পড়ে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। অভিযানের পর গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীর পুলিশের আধিকারিকরাও রয়েছেন। ঘটনাস্থল থেকে জঙ্গিদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে জানায়, তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চলছে। ঘটনার বিশদ এখনও জানা যায়নি।