কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চেন্নাইয়ে মেডিক্যাল মিরাকল! এশিয়ায় প্রথম দু'টি ফুসফুসের সফল প্রতিস্থাপন করোনা রোগীর শরীরে

এইসময় (ভারত) চেন্নাই/মাদ্রাজ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০৮:২৪

কিছুদিন আগেই দুনিয়ার নজর কেড়ে নিয়েছিলেন মার্কিনপ্রবাসী তরুণ ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার অঙ্কিত ভরত। করোনা সংকটের এই সময়ে নামজাদা চিকিত্‍‌সকেরা যখন জটিল অস্ত্রোপচারে পিছিয়ে যাচ্ছিলেন, তখন অঙ্কিত ভরত এগিয়ে আসেন। তাঁর নেতৃত্বে একটি চিকিত্‍‌সক দল সফল ভাবে শিকাগোর বছর ২০-র এক তরুণীর শরীরে সফল ভাবে দু'টি ফুসফুস একসঙ্গে প্রতিস্থাপন করে। চিকিত্‍‌সার পরিভাষায় যাকে বলা হয়, বাইল্যাটেরাল লাং ট্রান্সপ্লান্ট (Bilateral lung transplant)। বেশি দিন আগের নয়। এই জুনের ঘটনা। করোনার কামড়ে ওই তরুণীর ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, অবিলম্বে প্রতিস্থাপন না-করলে প্রাণহানির আশঙ্কা ছিল। সেই অবস্থায় চ্যালেঞ্জটা নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ওই ডাক্তার। আমেরিকার চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন অস্ত্রোপচার বিরল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও