আমরা একে অপরের শত্রু নই, বন্ধু, মন্তব্য চিনা রাষ্ট্রদূতের
সীমান্ত সঙ্ঘাতের জেরে গত কয়েক মাসে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। কিন্তু পড়শি দেশকে শত্রু ভাবা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এ বিষয়ে দু’দেশের উদ্দেশেই এ বার এমন বার্তা দিলেন দিল্লিতে বেজিংয়ের রাষ্ট্রদূত সান উইদং। তাঁর মতে, তিক্ততা ভুলে দ্বিপাক্ষিক সম্পর্ককে কী ভাবে সঠিক পথে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাই করতে হবে দুই দেশকে।
শুক্রবার সংবাদমাধ্যমে সান উইদং বলেন, ‘‘দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনতে, দুই দেশকেই এগোতে হবে। নিজের পড়শিকে শত্রু ভাবা, কোনও একটি ঘটনার জন্য তাকে বিপজ্জনক ভেবে বসা, মোটেই বুদ্ধিমানের কাজ নয়। বর্তমানে যা পরিস্থিতি, তাতে দু’দেশের নেতাদের ঐকমত্য হওয়া অত্যন্ত জরুরি। দু’দেশের বাহিনীর মধ্যে নতুন করে কোনও সঙ্ঘর্ষের ঘটনা ঘটেনি। চিনের পদক্ষেপকে সম্প্রসারণবাদী বলে ভাবা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব সীমান্ত সঙ্ঘাত মিটে যাওয়াই কাম্য, তবে তার জন্য ধৈর্য্য এবং স্থির সঙ্কল্পে এসে পৌঁছনোও প্রয়োজন।’’