You have reached your daily news limit

Please log in to continue


বিক্ষোভে গুলি করে ২ জনকে হত্যার দায়ে কিশোর অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থেকে দুজনকে হত্যার দায়ে এক কিশোরকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। এছাড়া, আরো একজনকে গুলি করে আহত করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গের আহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশটির কেনোশা শহর। সেই বিক্ষোভের মধ্যে কাইল রিটেনহাউজ নামের ওই কিশোর তিন জনকে গুলি করেছে বলে অভিযোগে জানিয়েছে পুলিশ। এরমধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে।  ১৭ বছর বয়সী কাইল গণমাধ্যমের সামনে গুলির কথা স্বীকার করে নিয়েছে। তার দাবি, বিক্ষোভ থেকে কেনোশার ভবনগুলো রক্ষা করতেই সে গুলি চালায়। বর্তমানে তার বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়েছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট ঘেটে জানা গেছে সে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থক। তার পুলিশ এবং অস্ত্র স¤পর্কেও ব্যাপক আগ্রহ দেখা গেছে এতে। বিক্ষোভের তৃতীয় রাতে এই গুলির ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে পুলিশ এক কৃষ্ণাঙ্গ নাগরিককে ৭টি গুলি করে। পুলিশের দাবি ওই ব্যক্তি অস্ত্রধারী ছিলেন। পুলিশের এমন কাজের প্রতিবাদে ফেটে ওঠে কেনোশা শহর। সপ্তাহব্যাপী এর প্রতিবাদে আন্দোলন চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন