শিক্ষক রাজনীতির কারণে মামলা: জামিনে মুক্ত হয়ে কাজী জাহিদ
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। ৭১ দিন কারাভোগের পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি লাভ করেন। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৭ জুন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হন তিনি। কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বাংলাট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি দুর্নীতির বিরুদ্ধে লিখেছি, ব্যক্তির বিরুদ্ধে নয়। যা আমি আগেও বলেছি এখনও বলছি।’