কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পড়ে থাকা ‘পাথর’ যেন ক্ষিপ্র গতিতে ধেয়ে এসে কামড়ে ধরল হরিণের গলা!

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১৫:০০

কুশল শিকারি হতে গেলে আত্মগোপন করার গুণ থাকাটা মনে হয় সব থেকে বেশি জরুরি। সে হিসেবে চিতাবাঘ কুশল চতুষ্পদ শিকারিদের তালিকায় মধ্যে বেশ উপরের দিকেই থাকবে। সম্প্রতি এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আপনার এ বিষয়ে কোনও সন্দেহই থাকবে না। এটি একটি চিতাবাঘের হরিণ শিকারের ভিডিয়ো।

ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা। সেখানে দেখা যাচ্ছে, একটি বালিয়াড়ি বা কাঁচা রাস্তার মতো জায়গা, তার পাশে বড় বড় ঘাসে ভরা জমি। সেই ঘাসের বন থেকে একে একে হরিণ লাফাতে লাফাতে বেরিয়ে আসছে। এই দৃশ্যের মধ্যে কোনও ভয় বা অস্বাভিকতার বিষয়ই চোখে পড়ে না। তবে ভাল করে লক্ষ করলে দেখা যাবে, হরিণগুলির যাওয়ার পথ থেকে কয়েক ফুট দূরে একটি বালিয়াড়িতে ধূসর পাথরের মতো কিছু পড়ে রয়েছে। কোনও নড়াচড়া লক্ষ করা যাচ্ছে না তার মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও