পরিচালকের স্বাক্ষর জাল করে পত্র দেয়ায় খুমেক হাসপাতালে তোলপাড়
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের স্বাক্ষর জাল করে পত্র দেয়ার ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাল্টা পত্র দিয়ে এ ব্যাপারে অধিক তদন্তের দাবি জানিয়েছেন পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার।কেএমপি কমিশনার বরাবর দেয়া ওই পত্রে বলা হয়, খুমেক হাসপাতালের পরিচালক কর্তৃক প্রেরিত একটি ভুয়া অভিযোগের ভিত্তিতে একজন পুলিশ কর্মকর্তা তদন্তে গেলেই ওই ভুয়া অভিযোগের বিষয়টি প্রকাশ পায়। যে অভিযোগপত্রে হাসপাতালের ছয়জন আউটসোর্সিং কর্মী ও অন্য দু’জনসহ মোট ৮ জনের নামে পরিচালক কর্তৃক বিভিন্ন অনিয়মসহ দুর্নীতির অভিযোগ করা হয়। অথচ ওই অভিযোগের ব্যাপারে তিনি কিছুই জানেন না। হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ এবং নাশকতার উদ্দেশে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার স্বাক্ষর জাল করে ঘৃণ্য চক্রান্ত করছে বলে প্রতীয়মান হয়।হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মী মো. ইসলাম শিকদার ওই ভুয়া দরখাস্তের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে বিষয়টি সামনে রেখে অধিক তদন্তের মাধ্যমে এহেন ঘৃণ্য চক্রান্তকারীকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যও পাল্টা পত্রে পরিচালক উল্লেখ করেন।এদিকে, হাসপাতালের পরিচালকের স্বাক্ষর জাল করে কেএমপি কমিশনার বরাবর পত্র দেয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বাক্ষর জাল
- তোলপাড়