এবছর জেএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না
মহামারী করোনাভাইরাসের কারণে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া হবে না। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় ছুটি বাড়িয়ে তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। নতুন করে আজ বৃহস্পতিবারই সকালে শিক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়, আরেকদফা ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। করোনা প্রাদুর্ভাবের চারমাসের মধ্যে অফিস-আদালত সব স্বাভাবিক কার্যক্রমে ফিরলেও করোনার বিস্তার এখনো সেভাবে কমেনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে