ব্রিটিশ আমলের প্রেসিডেন্ট সেলুনটি জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ
রেলওয়ের ঐতিহ্যের স্মারক হয়ে থাকা বিলাসবহুল প্রেসিডেন্ট সেলুন কোচটি জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯২৭ সালে ব্রিটেনে নির্মিত সেলুনটি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে রাখা হয়েছে। সেখানেই কোচটির প্রয়োজনীয় মেরামত হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্রপ্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত-ই-খুদা বৃহস্পতিবার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। তিনি জানান, সেলুনটি রেলওয়ে ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আগামী প্রজন্মের জন্য তা অনেক বেশি শিক্ষণীয়। এসব কথা ভেবেই সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রস্তাবিত রেলওয়ে জাদুঘরে তা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওপরের নির্দেশনায় জাদুঘরটি শিগগির উদ্বোধন হবে বলে জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.