গুগলে করোনাকে হারিয়ে দিলেন মেসি

প্রথম আলো প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ১৪:৫০

করোনাভাইরাস মহামারি নিয়ে চর্চা চলছে বছরের শুরু থেকেই। ইন্টারনেটে করোনা নিয়ে খোঁজখবর নেওয়ার প্রবণতা অনেক বেশি। গুগল সার্চ ইঞ্জিনে সার্চ ট্রেন্ডেও চলছে সংক্রামক এ ভাইরাসের আধিপত্য। এর মধ্যে শুধু একজনই পেরেছেন গুগলে সার্চ ট্রেন্ডে করোনাকে দমিয়ে রাখতে। লিওনেল মেসি!

খোলাসা করে বলা যাক। মঙ্গলবার রাতে বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে জানান মেসি। এরপরই গুগলে হামলে পড়েন ফুটবলপ্রেমীরা। ‘মেসি ইজ লিভিং’, ‘মেসি নিউজ’, ‘মেসি বার্সা’, ‘সোপ অপেরা মেসি’, ‘হোয়াট হ্যাপেনড টু মেসি’—এসব লিখে গুগলে সার্চ দিয়েছেন তাঁরা। বলা ভালো এখনো দেওয়া হচ্ছে। বার্সা-মেসি সম্ভাব্য বিচ্ছেদের নতুন খবরাখবর জানতেই এভাবে হামলে পড়েছেন ফুটবলপ্রেমীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও