![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/prantik-nawrose-nabil-20250212163303.jpg)
বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকার আকস্মিক অবসর ঘোষণা
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অর্জনের কথা বলা হলে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রসঙ্গ থাকবে সামনের কাতারে। শিরোপাজয়ী সেই দলের গর্বিত সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তবে এরপর থেকে তাকে ২২ গজে খুব একটা দেখা যায়নি। শারিরীক ফিটনেসের জন্য লড়াই করছিলেন নিজের সঙ্গেই। এরই মাঝে আকস্মিকভাবে সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন নাবিল।
আজ (বুধবার) ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঢাকা পোস্টকে নিজেই জানিয়েছেন খুলনার এই ক্রিকেটার। মূলত বেশ আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। যে কারণে ক্রিকেট ম্যাচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। গেল ৬ মাস আগে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তিনি। এরপর গত ৩ মাস আগেই নির্বাচকদের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন।
সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে খেললেও, ফর্মের উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন নাবিল। ব্যাট হাতে ধারাবাহিকতায় ফেরার লড়াইয়ের মাঝেই দিলেন অবসরের ঘোষণা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাবিল। জানিয়েছেন, নিয়মিত ক্লাস-পরীক্ষাতেও অংশ নিচ্ছেন তিনি।